নগরীর ডবলমুরিং থানা এলাকায় কারচাপায় হাসান নামে আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৭ নম্বর রোড়ের ২৫ নম্বর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান ওই এলাকার বাসিন্দা বুলু মিয়ার ছেলে।
ডবলমুরিং থানার ওসি বশির আহমদ জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু হাসানকে ধাক্কা দেয় একটি কার। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। প্রাইভেট কারসহ চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ