সাভারের বাইপাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জেএমবির নাশকতার অর্থের মূল যোগানদাতা আব্দুর রহমানকে আহতাবস্থায় পরিবারসহ আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
এসময় ওই আস্তানা থেকে ৩০ লাখ টাকা, বিস্ফোরকদ্রব্যসহ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ০৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম