সাভারের বাইপাইলে জঙ্গি আস্তানায় অভিযানে জেএমবির নাশকতার অর্থের মূল যোগানদাতা আব্দুর রহমান আহতাবস্থায় আটক হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করলে ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন আব্দুর রহমান। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর অাগে সাভারের বাইপাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জেএমবির নাশকতার অর্থের মূল যোগানদাতা আব্দুর রহমানকে আহতাবস্থায় পরিবারসহ আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
এসময় ওই আস্তানা থেকে ৩০ লাখ টাকা, বিস্ফোরকদ্রব্যসহ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম