রাজধানীর ধানমন্ডিতে মাহাফুজা সুলতানা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢামেকেই চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
মৃত মাহাফুজার স্বামী মোশারফ হোসেন বলেন, " ধানমন্ডির ২৭ নম্বর রোডের চার নম্বর বাড়িতে আমার স্ত্রীর বোনের বাসায় আমরা বেরাতে যাই। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমার স্ত্রী ছয়তলার বাড়ির চারতলায় তার বোনের বাসার রান্না ঘরে গ্যাস লাইটার দিয়ে চুলা জ্বালাতে গেলে তার শরীরে আগুন ধরে যায়। এসময় সে দগ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।"
তিনি আরও বলেন, "আগুনে আমার স্ত্রীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।"
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১২