নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর সব ধরনের বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। তবে আইন-শৃংখলা বাহিনী, সরকারি-আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতর, প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জেলা প্রশাসন কার্যালয় (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে প্রজ্ঞাপনে বলা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ