মহান বিজয় দিবসে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এই দোয়া-মাহফিল হয়। এ সময় মুক্তির সংগ্রামে শাহাদাতবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এছাড়া সকালে ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররম সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ