মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা।
রাত ১২টা ১ মিনিটে নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। এরপর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ শ্রদ্ধা জানান।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, সিবিপি, বাসদ, জাসদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
সকালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ। পরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। তারপর জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এতে বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম