রাজধানীর মিরপুরের দক্ষিণ বিশিল এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দম্পতি মোতাহার (৪০) ও শিউলি (৩০) মিরপুরের দক্ষিণ বিশিল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। মোতাহার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন, শিউলি গৃহবধূ ছিলেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায়। তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে।
মৃত দম্পতি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মৃত দম্পতির সন্তানদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা বলেন, আজ সন্ধ্যায় বাসার একটি কক্ষে ওই দম্পতির লাশ পাওয়া যায়। বিকেলে মোতাহার বাসার একটি কক্ষে শিউলিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত ওই কক্ষে ঢুকে শিউলিকে নিচে নামান। নাকে হাত দিয়ে দেখেন শিউলির শ্বাসপ্রশ্বাস বন্ধ। এরপর দরজা লাগিয়ে দিয়ে মোতাহার নিজেই ওই রশিতে ঝুলে পড়েন। এ সময় তাদের পাঁচ বছরের ছোট ছেলে জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন পুলিশে খবর দিলে সোয়া পাঁচটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সৈয়দ মামুন বলেন, সকালে এই দম্পতির মধ্যে হাতাহাতি হয়েছিল বলে জানা গেছে। তবে কী কারণে হাতাহাতি হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম