হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২টি (৪ কেজি ৮৭০ গ্রাম) স্বর্ণের বারসহ জহিরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) এইচ এম আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টটসের প্রিভেনটিভ দলের সদস্যরা গ্রিন চ্যানেলের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। এসময় যাত্রী জহিরুল ইসলামকে সন্দেহ হলে গ্রিন চ্যানেলে আসা মাত্রই চ্যালেঞ্জ করা হয়। পরে যাত্রীর শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জব্দ স্বর্ণের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        