নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুলিশ, র্যাব, আনসার ব্যাটালিয়নের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ২২ প্লাটুন ফোর্স মোতায়েন হচ্ছে।
আজ সোমবার দুপুর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে এসব বিজিরি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ইসি উপ-সচিব ও নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার মধ্য রাত হতে ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত মটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, বহিরাগতদের প্রবেশ ও বৈধ অস্ত্র বহন করা নিষিদ্ধ ও ২১ ডিসেম্বর মধ্যরাত হতে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া সোমবার হতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সকল নিরাপত্তার দায়িত্ব বণ্টন করা হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        