রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড এখনও নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুনের ছোট ছোট কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লাগা এ অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট চেষ্টা করেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে মার্কেটের একাংশ ধসে পড়েছে।
এছাড়া আগুনে কয়েকশ' দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম