ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে সংক্ষিপ্ত সমাবেশ এবং আনন্দ র্যালি বের করে সংগঠনটি নেতাকর্মীরা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা।
বুধবার দুপুরে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যারি বের করে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের একই স্থানে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, সহসভাপতি সাইদুর রহমান রিন্টু এবং যুগ্ম সম্পাদক সাদিক আবদুল্লাহসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                    _.jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        