রাজধানীর নয়া পল্টনে বিএনপি অফিসের পাশে একটি ভবনে বুধবার দিবাগত রাত ১২টার দিকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আট তলা ভবনটির নিচতলার গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার