রাজধানীর শনির আখড়ার পাটেরবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনসুর আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নির্মানাধীন ছয় তলা ভবনটির তিন তলায় কাজ করছিলেন মনসুর।
মৃত মনসুর আলীর বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার পাঠালীয়া গ্রামে।
নিহতের সহকর্মীরা জানান, কাজ করার সময় হঠাৎ সে নিচে পড়ে যায়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মনসুরকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ