কালো পতাকা মিছিলোত্তর সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘আজকের এই দিনটি কলঙ্কজনক দিন। আওয়ামী লীগ একটি কর্তৃত্ববাদী সরকার, তারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি। আমরা সরকারকে বার বার বলেছি আগুনে হাত দিলে তা পুড়ে যাবে। এই সরকার এদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করেছে।
বৃহষ্পতিবার বিকেলে চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুলাহ আল নোমান আরও বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠ হওয়ার সম্ভাবনা নেই। সরকার আইয়ুব খানের মতো উন্নয়নের কথা বলে, গণতন্ত্রকে পিছনে ঠেলে দিচ্ছে। রাজনীতিকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। র্যাব, পুলিশ দিয়ে দেশ শাসন করছে। টেকসই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আজ ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। এই দিনে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিগত সময়ের সকল নির্বাচনকে হার মানিয়ে তারা ভোট ডাকাতির মাধ্যমে পৌর ও ইউপি নির্বাচন পরিষদ নির্বাচনে তাদের প্রার্থীকেও বিজয়ী করেছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আব্দুলাহ আল হাসান, কাজী বেলাল উদ্দিন, নুরুল্লাহ বাহার, মোহাম্মদ আলী, আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মোশারফ হোসেন দীপ্তি, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, ফরিদ আহমদ বিএ, সবুক্তগীন ছিদ্দিকী মুক্কি, নুরুল আলম রাজু, মামুনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।
এদিকে পুলিশী বাধার মুখে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেন। তবে পুলিশের প্রতিরোধে তা বেশি দূর এগুতে পারেনি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        