নির্বাচন কমিশন বা ইসির সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপ অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ৭ দফা সুপারিশ পেশ করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সিপিবি বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে।
দশ সদস্যের প্রতিনিধিলের নেতৃত্ব দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সন্ধ্য ৬টা থেকে প্রায় ৫০ মনিটি ধরে নতুন নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে নিজ দলের প্রস্তাবনা নিয়ে তারা রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন।
পরে সন্ধ্যা সোয়া সাত টায় বঙ্গভবনের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রতি বছর সংলাপ করে রাজনৈতি দল গুলোর কাছ থেকে নির্বাচন কমিশনারদের নাম নেওয়ার প্রয়োজন নেই। এজন্য আমরা একটা আইনগত কাঠামো গড়ে তোলার কথা বলেছি। সেই আইনের কাঠামোয় সিলেক্ট কমিটি দল নিরপেক্ষ লোকদের নিয়ে ইসি গঠন করবে।
তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন না করে ফেরেশতা দিয়েও এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাচনকালীন সরকারের প্রতি সন্দেহ দূর করে বিশ্বাস যোগ্যতা আনতে হলে সংবিধান সংশোধন করে বলতে হবে নির্বাচনকালীন সরকার বৈশিষ্ট কী হবে। তাদের কাজ হবে শুধু দৈনন্দিন রুটিন কাজ। সিপিবির প্রস্তবানায় ইসি গঠনের জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি বা এটর্নী জেনারেল, স্পিকার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা-হিসাব রক্ষকসহ সাংবিধানিক সংস্থার প্রধানদেও এবং রাষ্ট্রপতির মনোনীত ২জন প্রতিনিধি নিয়ে সিলেক্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য যা করার দরকার তা করবেন বলে রাষ্ট্রপতি আশ্বস্থ করেছেন বলে জানান তিনি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        