মা মমতাজ বেগম। বয়স ৫০ বছর। তার দুটো কিডনিই নষ্ট। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, খুব শীঘ্রই কিডনি ট্রান্সফার করতে হবে। এর জন্য দরকার ৩৫ লাখ টাকা। এদিকে মাকে বাঁচাতে মেয়ে নাসরিন জাহান সুধা এখন দিশেহারা। নিজেদের সামর্থের বাইরে এত টাকা যোগাড় করা চাকরি থেকে অবসরপ্রাপ্ত বাবা মোঃ সামসুদ্দিনের পক্ষেও সম্ভব নয়।
শান্তামারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী নাসরিন জানিয়েছেন, 'ডায়ালাইসিস করাও অনেক ব্যয়বহুল। প্রতিটি ডায়ালাইসিস এ খরচ হয় ২৫০০ টাকা। আমি চাই আমার মা ভালোভাবে বাঁচুক। যতদিন বাঁচে সুস্থভাবে বাঁচুক। তাই সমাজে যারা স্বচ্ছল ব্যক্তি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আমার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আপনাদের সবার সাহায্য কামনা করছি।'
সাহায্য পাঠানোর ঠিকানা-
নাসরিন জাহান সুধা: ০১৯৮৯৪৫৬৬৩৮ (বিকাশ)
মোঃ সামসুদ্দিন: ০১৮১৭৫৩৪২২০
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/হিমেল