গাজীপুরের শ্রীপুর উপজেলায় অস্ত্রসহ মাদক বিক্রেতা মনির হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে স্থানীয় মুলাইদ প্রাইমারী স্কুলের মাঠ থেকে তাকে আটক করা হয়। মনির মুলাইদ গ্রামের তোতা মিয়ার ছেলে।
শ্রীপুর থানার এএসআই রিপন খান বলেন, "মনির এলাকায় মাদকের ব্যবসা করে বলে পুলিশের কাছে অভিযোগ ছিলো।রাতে মুলাইদ প্রাইমারী স্কুলে তার অবস্থানের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ মনিরকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটা ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।"
এএসআই রিপন আরও বলেন, "অভিযানের সময় মাসুদ নামে মনিরের এক সহযোগী পালিয়ে যায়।মাসুদ একই উপজেলার ছাতিরবাজার এলাকার আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৫