ঘুষের টাকাসহ সড়ক ও জনপদ বিভাগের উপসচিব মিজানুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (০৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুদকের পরিচালক নাসিম আনোয়ারসহ একটি অভিযানিক দল রাত পৌনে ১০টার দিকে খিলগাঁও তালতলা থেকে ঘুষের ৫০ হাজার টাকাসহ মিজানুর রহমানকে আটক করে। সূত্র: বাংলানিউজ
বিডি-প্রতিদিন/এস আহমেদ