চট্টগ্রামের একটি আদালত অস্ত্র রাখার অপরাধে মো. শাহীন নামে এক আসামিকে পৃথকভাবে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। আজ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এ রায় দিয়েছেন। দন্ডিত শাহীন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ২০০৩ সালের ১৮ আগস্ট রাতে ফাঁড়ির সামনে দিয়ে রিক্সায় করে শাহীন যাবার সময় সন্দেহবশত তাকে নামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে একটি দেশীয় তৈরি এলজি ও একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রেজাউল করিম বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার