‘জীবন বাঁচাতে ও সাজাতে রসায়ন’ শীর্ষক শ্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ৭ম রসায়ন অলিম্পিয়াড। চট্টগ্রাম অঞ্চলের ১২০টি কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শুক্রবার চট্টগ্রাম অঞ্চলের ‘স্বপ্ন বিজ্ঞানী’র মিলন মেলা বসে। বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির তত্ত্বাবধায়নে আয়োজিত এই উৎসব থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবেন। চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীরা বলেন, ১ ঘণ্টার পরীক্ষায় ৬০টি প্রশ্ন ছিল। এমন কিছু প্রশ্ন ছিল যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব সময় ব্যবহার করি, কিন্তু এর মধ্যে যে রসায়ন এত সুন্দরভাবে লুকিয়ে আছে তা আগে কখনো চিন্তা করিনি। তাছাড়া
আয়োজনটাও ছিল ব্যতিক্রমী।
অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, রসায়ন শিক্ষাকে আরও জনপ্রিয় এবং তারুণ্যের মাঝে রসায়ন বিজ্ঞানের জীবন সংশ্লিষ্ট আলোড়ন তুলতে এ উৎসবের আয়োজন। চট্টগ্রাম অঞ্চলের ১২০টি কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে যে মিলন মেলার সৃষ্টি হয়েছে তা আগামীর বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত। বৈষ্ণিক উষ্ণায়নের তাড়না, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের রসায়ন বিজ্ঞানকে ধারন করে মা, মাটি ও মানুষের জন্য কাজ করবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশ্ন-উত্তর পর্ব। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. হাবিবুল্লাহ, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেনু কুমার দে, অধ্যাপক ড. মো. মোশারেফ হোসেন ভুঁইয়া, অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিন, অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক এএফএম সানাউল্লাহ, রসায়ন সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মো. ইদ্রিছ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/হিমেল