'ইসলামী ব্যাংককে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে হবে। কসমেটিক সার্জারি বা লোক দেখানো পরিবর্তন করলেই হবে না। জনগণের চোখে ধূলা দেয়া যাবে না। তাদেরকে সত্যিকার অর্থেই পরিবর্তনটা আনতে হবে।'
শনিবার সকালে গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত 'জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার' শীর্ষক গোলটেবিল বৈঠকে ঢাকা-বাংলাদেশ চ্যানেলের বার্তা সম্পাদক প্রণব সাহা এসব কথা বলেছেন।
সম্প্রতি ইসলামী ব্যাংকে সংস্কার আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটার উপর ভিত্তি করেই রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্স ইন্সটিটিউট (রাত্রি) এ বৈঠকের আয়োজন করে।
প্রণব সাহা আরও বলেন, ইসলামী ব্যাংকের অর্থ জঙ্গিবাদের বিরুদ্ধে চলা লড়াইয়ে ব্যবহার করতে হবে। এ বিষয়টিই আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদেরও নিরাপত্তা দিতে হবে।
'জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার' শীর্ষক গোলটেবিল বৈঠকে আরও অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ড. হাফিজুর রহমান কার্জন, ড. জিনাত হুদা, বাংলাদশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। বৈঠকে সঞ্চালনা করেন সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘নিউজ২৪’ এর আনোয়ার সাদি।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা