খানসন্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং আবাহনী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম মুহিতুদ্দিন(৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, দেশের বিশিষ্ট এই ব্যবসায়ীর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, ক্রীড়াপ্রেমী এ কে এম মুহিতুদ্দিন বাংলাদেশ সিমেন্ট মিল অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব