পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিবেশীর হাতে খুন হয়েছেন নেসার উদ্দিন নামে এক ব্যবসায়ী। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকেই এ ঘটনার মূল অভিযুক্ত মো. ইসমাইল হোসেন সুজনকে গ্রেফতার করে। খুনের ঘটনায় সুজনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের মা মমতাজ বেগম।
পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন বলেন, তিন হাজার টাকা পাওনা নিয়ে নেসারের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে সুজন নেসারের পেটে ধারালো কাঁচি ঢুকিয়ে দেন। স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার