আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের দোসর। এরা গণতন্ত্রের পথ ত্যাগ করে ধ্বংসের পথ বেছে নিয়েছে।
আজ শনিবার রাজধানীর শাহবাগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এই আলোচনা সভার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১ সালের ২৫ রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে, বিশ্ব মানবতার ইতিহাসে এমন নৃশংস ঘটনা আর ঘটেনি। অথচ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেন।
মুক্তিযুদ্ধ নিয়ে এমন অযাচিত মন্তব্যের জন্য খালেদা জিয়ার প্রতি ধিক্কার জানান তিনি।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে পৃথিবীর সেরা ভাষণ হিসেবে আখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ওই ভাষণ নিরস্ত্র বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। তার ভাষণে সমগ্র বাঙালি সেদিন সকল ভেদাভেদ ভুলে এক মোহনায় এসে দাঁড়িয়েছিল।
তিনি বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। মানুষের উপর তাদের আর বিশ্বাস নেই। এজন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
সংগঠনের আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি ও অভিনেত্রী রোকেয়া প্রাচী বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/এনায়েত করিম