ছাদের রেলিং ভেঙে আশরাফুল আলম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার নুর আলমের ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি নির্মাণাধীন ভবনের নিচে বসে আড্ডা দিচ্ছিল আশরাফুল। এসময় ওই ভবন থেকে একটি রেলিং নিচে ভেঙে পড়ে। এতে মারাত্বকভাবে আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার