ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় অস্ত্র 'সরবরাহের কথা স্বীকার করে জবাবনবন্দি' দিয়েছেন নব্য জেএমবি নেতা মিজানুর রহমান ওরফে বড় মিজান। পুলিশের ভাষ্য, বড় মিজানই নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান।
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মহানগর হাকিম নূর নবীর খাসকামরায় এ জবানবন্দি দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা এসআই ফরিদ মিয়া। তিনি বলেন, “হলি আর্টিজানে ব্যবহৃত অস্ত্র-গ্রেনেড কীভাবে কোথা থেকে নিয়ে আসা হয়েছে তার পরিষ্কার বর্ণনা দিয়েছে বড় মিজান।”
এর আগে, ঢাকার সিএমএম আদালতে হাজির করে মিজানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কমকর্তা। পরে ঢাকা মহানগর হাকিম নূরনবী জববানবন্দি রেকর্ড করে মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে বনানীর কাকলী ক্রসিং এলাকায় একটি বাসা থেকে মিজানকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব