রাজধানীর শ্যামলী শিশুমেলার সামনে লেগুনার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মহামায়া রানী (৫৫)।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহামায়া সাভার আমিন বাজার মাঝিদিয়া এলাকার কানাই রাজবংশীর স্ত্রী।
নিহতের এক নিকটাত্মীয় জানান, শাশুড়ি ও মেয়ে পায়েলকে নিয়ে আগারগাঁওয়ের চক্ষু হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার জন্য শিশুমেলার সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি লেগুনা তার শাশুড়িকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, সেখানে পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২