সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার মামলার বাদী ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এডিসি মো. কামরুজ্জামানের অসমাপ্ত জবানবন্দি গ্রহণের পর জেরা করে আসামির আইনজীবীরা। পরে ২ মে পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন মহানগর দায়রা জজ মো. শাহে নুরের আদালত। মহানগর পিপি মো. ফখরুদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুবৃর্ত্তদের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া এ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় পৃথক একটি মামলা দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় ভোলা ও মনিরকে আসামি করা হয়। গত ২২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ