কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সোমবার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও প্রচারণা করেন। এসময় তিনি বলেন, জনগণ সুষ্ঠু ভোট দাবি করেছেন। ৩০মার্চ বুঝা যাবে সুষ্ঠুভাবে ভোট দেয়া যাবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, কুমিল্লার নির্বাচনে নগরীকে মিনি ক্যান্টনমেন্ট করবেন। আমি মিনি ক্যান্টনমেন্ট চাই না। আমি চাই মানুষ যেনো ঠিকমতো ভোট দিতে পারে, তারা এবার যাকেই ভোট দিক। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।
এদিন সাক্কু নগরীর ছোটরা,মগবাড়ি,বিষ্ণপুরসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। তার সাথে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও গণসংযোগ করেন।
এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, উপদ্ষ্টো জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কর্ণেল (অব:) আনোয়ারুল আজিম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি সহ-সাংগঠনিক মোস্তাক মিয়া, আব্দুল আউয়াল খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, কেন্দ্রীয় যুবদল সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, কল্যাণ পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি সহিদুর রহমান তামান্না প্রমুখ নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুসিক নির্বাচনে মনিরুল হক সাক্কুকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী দু:শাসনে দেশবাসী আজ অতিষ্ঠ, গণতন্ত্র মৌলিক অধিকার নির্বাসিত হয়েছে, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতিতে জনগণ দিশেহারা, জনগণ এই দু:সহ অবস্থা থেকে মুক্তি চায়। তিনি বলেন, বিরোধী দলের মেয়র হলেও সাক্কু সীমিত সম্পদের মধ্যেও কুমিল্লার অনেক উন্নয়ন করেছে। তাকে আবার নির্বাচিত করলে তিনি কুমিল্লার উন্নয়নে এবং জনকল্যাণে আরো বেশী কাজ করতে পারবেন। ২০দল নেতা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধানও প্রচারণা করেছেন বিএনপি প্রার্থীর পক্ষে।