কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। ভোটারদের কাছে কুমিল্লার সুষম উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি বিজয়ী হলে সিটি কর্পোরেশনে দরজা সকলের জন্য খোলা থাকবে।
সোমবার সকালে থেকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর ৭ ও ৮ নং ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকার ঘরে ঘরে ভোট চেয়েছেন। তিনি এসময় নগরীর শাসনগাছা, রেসকোর্স, শাসনগাছা ঔষধ মার্কেটসহ বিভন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এছাড়া প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের কুমিল্লা দেখা গেছে। নগরীর বিভিন্ন প্রান্তে এসব নেতাকর্মীরা প্রচার উৎসব শেষ করে সোমবার রাতেই অনেক নেতাকর্মী কুমিল্লা ছেড়েছেন।
এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে যেনে দলের নেতারা মিথ্যাচার শুরু করেছে। বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিরা দেশজুড়ে আত্মঘাতি বোমা হামলা ও নাশকতার চালাচ্ছে। মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। সে কারণে আগামী ৩০ মার্চ সিটি নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জেনেই নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে। আসলে বিএনপি নেতাদের কাজই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। রাতে আওয়ামী লীগের নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা টিমের সদস্য সচিব রাশিদুল আলম।
দিনভর আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কুমিল্লায় গণসংযোগ করেন ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবদুস সবুর, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, পারভীর জাহান কল্পনা, এসএম কামাল হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, রেমন আরেং, মারুফা আক্তার পপি, গোলাম কবির রাব্বানী চিনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী পান্না, অজয় কর খোকন, শাহাজাদা মহিউদ্দীন, লিয়াকত শিকদার, জহির উদ্দীন মাহমুদ লিপ্টন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বদিউজ্জামান সোহাগ, শেখ সোহেল রানা টিপু, সৈয়দ হেমায়েত উদ্দিন, জহির শিকদার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ছাত্রলীগের ডাক্তার তফাজ্জেল হক চয়ন, এম আমিনুল ইসলাম, সাবিনা আক্তার শিউলি, শেখ ফয়সল আমিন, নুর এ আলম আশিক প্রমুখ।
এছাড়া কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব মো. ওমর ফারুক, কুমিল্লা মহনাগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম, জিএস জাকির হোসেন, শাহিনুল ইসলাম শাহিনসহ দলের স্থানীয় নেতারা গণসংযোগ করেন। গণসংযোগ করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা.প্রাণ গোপাল দত্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মীজানুর রহমান, আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর।