রাজধানীর মিরপুরে শারমিন আক্তার (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের পল্লবী এলাকার সাত্তার মোল্লা রোডে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করেছেন তার স্বজনরা। শারমিনের স্বামী মো. মামুন জানান, ডিউটি শেষ করে কর্মস্থল থেকে রাতে বাসায় ফেরেন শারমিন। খাওয়া-দাওয়া করে শয়নকক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেন তিনি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে দেখতে পান শারমিন বাড়ির আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তখন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিনের লাশ মর্গে রাখা হয়েছে। এখনও কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল