রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত বাকিরাও ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘অনেকেই ঘটনার পর বলেছিলেন, আসামিরা প্রভাবশালী, তাই তারা গ্রেফতার হবেন কি-না? আমি বলেছিলাম, প্রভাবশালী বলতে কিছু নেই। অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। আসামি চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। জড়িত আর দুই-একজন বাকি আছেন, তারাও ধরা পড়বে’।
বুধবার দুপুরে রাজধানীর আইডিইবি ভবন মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কেউ আইনের ঊর্ধ্বে নন। বনানীর ঘটনায় আইন অনুসারে তদন্ত চলছে। সে অনুসারে তাদের শাস্তিও পেতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কথা বলতে গেলে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, ‘যেদিকে তাকাই সফলতা। ২০০৮ সালে তিনি বলেছিলেন, বাংলাদেশকে বদলে দেবেন। বদলে দিয়েছেন কি-না, তা আপনারাই বলবেন। বঙ্গবন্ধু কন্যার সঠিক নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। কারণ, তার একটা ভিশন আছে’।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, একটি রাজনৈতিক দল বলছে, ২০৩০ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে। আমরা অনেক আগেই জানিয়ে দিয়েছি, ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। তারপরেও আপনাদেরকে ধন্যবাদ, আপনারা ধ্বংসের রাজনীতি থেকে বের হয়ে এসে চিন্তা করতে শিখেছেন’।
সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ কে এম আব্দুল মোতালেব প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব