রাজধানীর জোয়ার সাহারা এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম সানতু কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব সাইফুল ইসলাম সানতু এবং সহকারী পলিশ সুপার জনাব আহম্মেদ রাজিউর রহমানের নেতৃত্বে ভাটারা থানাধীন লিচুবাগান জোয়ারসাহারার একটি বাসার নিচতলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল- মো. মেহেদী হাসান রাব্বী, পিতা-মোঃ রুফিকুল ইসলাম রঞ্জু। মো. রকিবুল ইসলাম সঞ্জু, পিতা-মৃত বয়ান উদ্দিন ও রফিকুল ইসলাম রঞ্জু (৫০) পিতা-মৃত বয়ান উদ্দিন সর্ব সং-পশ্চিম টেংরি কাচারী পাড়া, থানা-ইশ্বরদী জেলা-পাবনা।
তাদের কাছ থেকে অবৈধ আমদানী নিষিদ্ধ মোট ৭৭৫ (সাতশত পচাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ভাটারা থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ ২৯ জুলাই, ২০১৭/ ই জাহান