শিরোনাম
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
রাজশাহী সেফহোম থেকে দুই কিশোরী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহীর সরকারি সেফহোম থেকে নিখোঁজ হয়েছে দুই কিশোরী। তবে কর্তৃপক্ষের দাবি, শনিবার রাত ১০টার দিকে তারা বাথরুমের পেছনের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই কিশোরীর নাম তানজিলা আক্তার ও সুমি আক্তার। তাদের দুইজনের বয়স ১৬ বছর। এদের মধ্যে তানজিলার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। আর সুমির বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।
গত ২৯ আগস্ট নীলফামারির একটি আদালত সুমিকে রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের এই সরকারি সেফহোমে পাঠায়। আর গত ১২ সেপ্টেম্বর তানজিলাকে এখানে পাঠান রংপুরের একটি আদালত।
সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক বলেন, শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ সময়ের মধ্যে তারা দুইজন বাথরুমে ঢোকে। ওই বাথরুমের পেছনের দেয়ালে একটি জানালা আছে। সে জানালার গ্রিল ছিল দুর্বল। সেটি ভেঙে তারা পালিয়ে গেছে।
তিনি বলেন, সন্ধ্যায় মোবাইল ফোনে তাদের মায়ের সঙ্গে কথা বলানো হয় ওই দুই কিশোরীকে। তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তার মাকে বলা হয়েছিল। কারণ, তারা কোনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এরই মধ্যে তারা পালিয়ে গেছে। রাতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে অনেক খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে থানায় জিডি করা হয়।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, থানায় জিডি হওয়ার পর তিনি সেফহোম পরিদর্শন করেছেন। বাথরুমের জানালার গ্রিল তিনি ভাঙা দেখেছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
ওই দুই কিশোরীর খোঁজ পেতে রংপুর ও নীলফামারীরসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর