শিরোনাম
- কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
- গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
- কক্সবাজারে চার কিশোর নিখোঁজ
- নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে বন্যহাতির মৃত্যু
- আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন : নাহিদ
- ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারেননি ইরানি যে জেনারেল!
- সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
- ‘অপারেশন সিঁদুরে তিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ভারত’
- আলোচনায় প্রস্তুত হামাস, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে
- ইহুদি খলনায়ক ‘শাইলক’ মন্তব্যে বিতর্কে ট্রাম্প, কিন্তু কেন?
- গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল
- ডিবি পুলিশকে কুপিয়ে জখম মাদক কারবারিদের, মামলা
- দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
- নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারে ইরান: ট্রাম্প
- করাচিতে ভবন ধসে নিহত ১৪
- বাবাকে চিনতেনই না তরুণী, অতঃপর ২৩ বছর পর যেভাবে পুনর্মিলন!
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ২৪
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
রাজশাহী সেফহোম থেকে দুই কিশোরী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীর সরকারি সেফহোম থেকে নিখোঁজ হয়েছে দুই কিশোরী। তবে কর্তৃপক্ষের দাবি, শনিবার রাত ১০টার দিকে তারা বাথরুমের পেছনের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই কিশোরীর নাম তানজিলা আক্তার ও সুমি আক্তার। তাদের দুইজনের বয়স ১৬ বছর। এদের মধ্যে তানজিলার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। আর সুমির বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।
গত ২৯ আগস্ট নীলফামারির একটি আদালত সুমিকে রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের এই সরকারি সেফহোমে পাঠায়। আর গত ১২ সেপ্টেম্বর তানজিলাকে এখানে পাঠান রংপুরের একটি আদালত।
সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক বলেন, শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ সময়ের মধ্যে তারা দুইজন বাথরুমে ঢোকে। ওই বাথরুমের পেছনের দেয়ালে একটি জানালা আছে। সে জানালার গ্রিল ছিল দুর্বল। সেটি ভেঙে তারা পালিয়ে গেছে।
তিনি বলেন, সন্ধ্যায় মোবাইল ফোনে তাদের মায়ের সঙ্গে কথা বলানো হয় ওই দুই কিশোরীকে। তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তার মাকে বলা হয়েছিল। কারণ, তারা কোনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এরই মধ্যে তারা পালিয়ে গেছে। রাতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে অনেক খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে থানায় জিডি করা হয়।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, থানায় জিডি হওয়ার পর তিনি সেফহোম পরিদর্শন করেছেন। বাথরুমের জানালার গ্রিল তিনি ভাঙা দেখেছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
ওই দুই কিশোরীর খোঁজ পেতে রংপুর ও নীলফামারীরসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর