সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী এক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হত্যার হুমকি এবং হয়রানির অভিযোগ উঠেছে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দুবাই বিজনেসম্যান কাউন্সিলরের এক্সিকিউটিভ মেম্বার ও বাঙালি কমিনিউটি নেতা মোহাম্মদ সুনিক এ ঘটনার প্রতিকার চেয়ে সম্প্রতি আরব আমিরাতের কনসাল জেনারেলের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
প্রবাসী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মোহাম্মদ মহসিন বলেন, সুনিক নামে কারও কাছে চাঁদা দাবি করিনি। উনার সাথে আমার কখনও কথাও হয়নি। সুনিক আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
এদিকে প্রবাসী ব্যবসায়ী সুনিক জানান, ব্যবসায়িক কারণে তিনি আরব আমিরাতে অবস্থান করলেও পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় বসবাস করেন। ওই এলাকার মহসিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছে। গত ঈদে ছুটিতে বাড়িতে আসলে মহসিন ২০ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমদি দিতে থাকে। এ টাকা না দিলে পরিবারের সদস্যদেরও হত্যা ও গুমের হুমকি দেয়। এরপর তিনি পালিয়ে আরব আমিরাতে চলে আছেন।
সুনিক অভিযোগ করে বলেন, মহসিন ও তার পরিবার এলাকায় সন্ত্রাসী পরিবার হিসেবে পরিচিত। দুই বছর আগে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গণপিটুনিতে নিহত হয় তার দুই ভাই ফরিদ ওরফে টাইগার ফরিদ ও আবু সিদ্দিক ওরফে ছুরি আবু। তার দুই ভাই ফরিদ ও আবু নিহত হওয়ার পর তাদের বাহিনীর নিয়ন্ত্রণ করছেন মহসিন।
নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, প্রবাসী এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে এমন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত