কুমিল্লা সদর উপজেলার অরন্যপুর গ্রামের শিশু সাজ্জাদ হোসেনকে (১৩) হত্যার দায়ে জাহাঙ্গীর আলম নয়ন নামের এক যুবককে ১৪ বৎসরের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
রবিবার বিকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আজিজ আহমেদ ভূইয়া এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলম নয়ন কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের আবদুল জব্বারের ছেলে। সাজ্জাদ অরন্যপুর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার হোসেনের বাড়িতে থেকে দিন মজুরের কাজ করতো নয়ন। ২০১১ সালের ৪ নভেম্বর আসামি নয়ন, সাজ্জাদ হোসেন ও অরন্যপুরের মিজানুর রহমান গরু বিক্রির জন্য স্থানীয় বিবির বাজারে যায়। গরু বিক্রির পর মিজানুর রহমান বাড়িতে ফিরে আসলেও সাজ্জাদ এবং নয়ন ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সাজ্জাদের পিতা আক্তার কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তী আসামি নয়ন মোবাইল ফোনে বাদীকে জানায় সাজ্জাদ তার সাথে আছে। তাকে ফিরে পেতে হলে এক লক্ষ টাকা মুক্তিপণ লাগবে। এ ব্যাপারে আক্তার বাদী হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর নয়নকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে পুলিশ আসামি নয়নকে সিলেট থেকে গ্রেফতার করে। পরে ১৬৪ ধারায় জবানবন্দিতে নয়ন স্বীকার করে সে সাজ্জাদকে পিটিয়ে হত্যা করে লাশ গোমতী নদীতে ফেলে দেয়। তবে সাজ্জাদের লাশ পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মমিনুল ইসলাম আসামি নয়নের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১২ সালের ২৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত নয়নকে ১৪ বৎসরের কারদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আয়শা বেগম।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব