জুতার ভেতর লুকায়িত অবস্থায় সাড়ে ৪৫০ গ্রাম স্বর্ণসহ ভারতীয় এক নাগরিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। রবিবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করে।
জানা গেছে, বিমানবন্দরে ভারতীয় ঐ নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার পরিহিত চামড়ার জুতার ভেতর লুকিয়ে আনা ৪ টুকরা স্বর্ণ বারের সন্ধান মেলে। যার ওজন ৪৫৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার