চালের দাম বৃদ্ধি ঠেকাতে কুমিল্লায় চালের আড়তগুলোতে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
টাস্কফোর্স নগরীর রাজগঞ্জ বাজার, রানীর বাজার ও পানপট্টির চালের আড়তগুলোতে অভিযান চালায়। অভিযানের সময় টাস্কফোর্স আড়তগুলোতে ক্রয় মূল্য থেকে অধিক মূল্যে চাল বিক্রি, কাগজপত্রে অনিয়মসহ বিভিন্ন অনিয়ম দেখতে পাওয়া যায়। এসময় আড়তদাররা মূল্য বৃদ্ধির ব্যাপারে সিন্ডিকেট এবং মিল মালিকদের দোষারোপ করেন। এসময় ব্যবসায়ীদের আগামীতে মূল্যবৃদ্ধি না করতে পরামর্শ দেন টাস্কফোর্স। এর ব্যতিক্রম করলে আগামীতে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব