মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অত্যাচার নৃশংস গণহত্যা, ধর্ষণ, গুমও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন চলছে বিভিন্ন স্থানে। বিতরণ করা হচ্ছে ত্রান সামগ্রীও। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে চলছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদি মানববন্ধন ও রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতাও।
তাছাড়া মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে বলেও মানববন্ধনে বক্তারা জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিক্যাল টীম রোহিঙ্গাদের চিকিৎসা দিতে দেওয়ার পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণ এবং রেলওয়ে শ্রমিকলীগ, চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। সর্বশেষ ইন্দোনেশিয়া থেকে বিমানযোগে ত্রাণ এসেছে চট্টগ্রাম বিমানবন্দরে।
চসিকের মেডিকেল টিমঃ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অসহায় নারী-শিশু-বৃদ্ধাদের স্বাস্থ্যসেবা দিতে পাঁচ লাখ টাকার ওষুধসহ উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল টিম। সোমবার চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে মেডিকেল টিমটি গেছে।
চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্যারামেডিকসহ ১২ সদস্য টীমে রয়েছে। মানবিক সহায়তা হিসেবে চসিকের মেডিকেল টিমকে কুতুপালং এলাকার রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র। সব বয়সী রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও ওষুধপত্র দেব। বিশেষ করে রোগ-শোকে জর্জরিত রোহিঙ্গা, নারী ও শিশুদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।
রেলওয়ে শ্রমিকলীগ চট্টগ্রামঃ রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন, পৈশাচিকভাবে হত্যা, ধর্ষণ, নিপীড়ন, হামলা, অত্যাচার, ও ঘর-বাড়িতে আগুন ও জীবন্ত মানুষ হত্যার প্রতিবাদে রেলওয়ে শ্রমিক কেন্দ্রীয় কমিটির নেতা মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে নগরীর টাইগার পাস মোড়ে এক কিলোমিটার লম্বা এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সিরাজ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর এফ কবির আহাম্মদ মানিক, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক নেতা দিদারুল আলম মাসুম। সভায় মুখ্য আলোচক ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন রেল শ্রমিকলীগ নেতা গাজী মোঃ জাকারিয়া, মনোহর আলী, রফিকুল ইসলাম, আব্দুল করিম, শহিদুল ইসলাম, মোঃ জামাল হক, মাইনুল হোসেন (টিটু), সালেহ আহাম্মদ, কামাল পারভেজ বাদল, আবু বক্কর, আবু বক্কর সিদ্দিক বাবুল, সাজ্জাদ হোসেন সুজন, আবুল খায়ের, এবিএম মিজানুর রহমান, গাজী মোঃ শাহাজাহান, শফিকুল ইসলাম, মোঃ মহসিন তালুকদার প্রমুখ।
ইন্দোনেশিয়ার ত্রাণঃ সর্বশেষ সোমবার আরও দুটি কার্গো বিমানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। প্রতি কার্গোতে ১০ টন করে ত্রাণ ছিল। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, খাবার, শিশুখাদ্য, জেনারেটর ইত্যাদি। ইন্দোনেশিয় প্রতিনিধির হাত থেকে ত্রাণগুলো বুঝে নেন প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। এ নিয়ে মোট ৮টি কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া। চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, দুটি কার্গো বিমানে করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ২০টন ত্রাণ পাঠিয়েছে। এ নিয়ে দেশটি ৮টি কার্গো বিমানে করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠালো। তবে দ্রুত সময়ের মধ্যে ত্রাণগুলো কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ বৈদশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রিপল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তাদেরকে ত্রিপল, নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মু. মোহসিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রমুখ।
চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার কমিশনের মানববন্ধন: বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক প্রতিবাদী নগরীর ইপিজেড চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় গর্ভনর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাবেক জেলা পিপি এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম। চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবরের সভাপত্বিতে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক লায়ন রূপক কান্তি দেব অপু সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুপ, প্রফেসর মোহাম্মদ ইউনুচ হাসান, সাংগঠনিক সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন