মিয়ানমারে সহিংস ঘটনায় শিশুসহ গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলো মিয়ানমারের মংডু এলাকার দেয়ামুপাড়ার নুর হাকিমের মেয়ে তসনিমা আরা (১০ মাস), মংডুর ছড়াইয়াবাজা এলাকার আবদুছ সালামের মেয়ে আয়েশা (২), মইবাজার এলাকার নজির হোসেনের ছেলে মো. সুফি (৫৭) ও দুমবাই এলাকার জাফর আলমের ছেলে মো. আলম (৪০)।
আজ স্বজনদের মাধ্যমে তারা মিয়ানমার সীমান্ত পার হয়ে চমেক হাসপাতালে আসেন বলে জানান, জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, মিয়ানমারের মংডু এলাকায় চোখে আঘাতপ্রাপ্ত শিশুসহ গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ মাস বয়সী তসলিমা গুরুতর অসুস্থ। হাসপাতালের ২৬, ২০, ১৬ ও ৮ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার