সারাদেশের মতো কুমিল্লায়ও খোলা বাজারে(ওএমএস) চাল বিক্রি চলছে। শুরুর চারদিনের মাথায় বুধবারও চাল কেনায় সাড়া নেই ক্রেতাদের। কেন্দ্রগুলোতে ঘুরে অনেক কেন্দ্রেই ক্রেতা শূন্য দেখা যায়।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডের ২০টি কেন্দ্রে চাল বিক্রি হচ্ছে। ৩০ টাকা দরে কেজিতে আতপ চাল জনপ্রতি ৫ কেজি বরাদ্দ রয়েছে। কিন্তু এ অঞ্চলে ভাতের জন্য আতপ চাল ব্যবহৃত না হওয়ায় বিক্রয় কেন্দ্রগুলোতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ডিলাররা চাল নিয়ে বসে আছেন।
আয়শা আক্তার নামের এক ক্রেতা জানান, আতপ চালের ভাত খেতে তারা অভ্যস্ত নন। তাই চাল কিনতে এসে তিনি ফিরে যাচ্ছেন।
ডিলাররা জানান, সিদ্ধ চাল হলে হুমড়ি খেয়ে পড়তো ক্রেতারা। আতপ চাল হওয়ায় ক্রেতাদের আগ্রহ নেই। এদিকে ওএমএস তালিকায় ১৭ টাকা কেজি দরে আটা দেয়ার কথা থাকলেও আটার বরাদ্দ নেই।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব