চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের খায়রুল ইসলাম (৪০) নামের এক হাজতির চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খায়রুল রাঙ্গুনীয়া উপজেলার ওমাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
বুধবার হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে মারা যায় বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান।
চমেকে দায়িত্বপ্রাপ্ত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতি কয়েকদিন ধরে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। বুধবার চিকিৎসাধীন অবস্থায় উক্ত হাজতি মারা যান। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন