রাজধানীর ফকিরাপুলের গরম পানির গলিতে গ্যাস পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। আজ ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলো- সুজন সিকদার (২৪), মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজনের শরীরে ২০ শতাংশ, মুক্তারের ১৫, ও তাহমীনের ১৩ শতাংশ দগ্ধ হয়েছেন। দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার