কেবল অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহারের অনুমতি থাকা বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ জি-কেটামিন পাওয়া যাচ্ছে সস্তা দামে। আর এই সুযোগে বহির্বিশ্বে কোকেনের বিকল্প হিসেবে কেটামিনের ব্যাপক চাহিদা থাকায় বিদেশি চক্রের যোগসাজশ করে দেশীয় একটি চক্র অভিনব কায়দায় তা পাচার করছে স্পেনসহ বিভিন্ন দেশে। সোমবার রাতে রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জি কেটামিন লেভেলযুক্ত বোতলে রক্ষিত জি কেটামিন ও জি-কেটামিনযুক্ত তোয়ালে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, বিদেশে পাচারের জন্য তারা কেটামিন ওষুধটি প্রথমে গরম করে। এরপর নতুন তোয়ালেতে স্প্রে করে শুকানোর পর কুরিয়ারের মাধ্যমে স্পেনের পাঠায়। ইউরোপের দেশটিতে পৌঁছনোর পর সেখানকার চক্রের সদস্যরা মাদক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সেই তোয়ালে গরম করে সেখান থেকে বের করে আনে কেটামিন।
মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান।
কুরিয়ার সার্ভিসে নজরদারি রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে ৫০ মিলিগ্রাম ওজনের একেকটি জি-কেটামিন বিক্রি হয় ৮০ টাকায়। অথচ স্পেনে যাবার পর ১০০ মিলিগ্রাম কোকেনের বিকল্প মাদক কেটামিন বিক্রি হয় ২ লাখ টাকায়।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/মাহবুব