বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের (৮শ’ কোটি টাকা) অনেকাংশ উদ্ধার হয়েছে। যে অংশ এখনো উদ্ধার হয়নি তার পুরোটাই উদ্ধার করা সম্ভব। আইনগত প্রক্রিয়া শেষ হলেই চুরি হওয়া সমূদয় টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে বরিশাল নগরীর অভিজাত বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ব্যাংক ঋণের সুদের হার ওয়েটেড এ্যাভারেজ (ভারিত গড়) সিঙ্গেল ডিজিটে (১০% এর নীচে) এসে গেছে।
নারী উদ্যোক্তাদের ঋণের ক্ষেত্রে জমির দলিল এবং দুইজন সরকারি চাকুরীজীবী গ্যারান্টার (জামানতকারী) হওয়ার নিয়ম অযৌক্তিক কিনা জানতে চাইল ফজলে কবির বলেন, নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা পর্যন্ত সহায়ক জামানত বিহীন ঋণের ব্যবস্থা করেছে সরকার। ব্যাংকগুলো এই নিয়ম মানছে না এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই ব্যাংকগুলো এই নিয়ম মানবে। তবে ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন যিনি ঋণ চাচ্ছেন তিনি সঠিক নারী উদ্যোক্তা কিনা, ঋণের টাকা ফেরত পাওয়া যাবে কিনা।
এর আগে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের প্রদেয় ঋন ১০ ভাগ থেকে ১৫ ভাগে উন্নীত করবে। সরকার চায়না নারী উদ্যোক্তাদের পেছনে স্বামী, পিতা কিংবা ভাই আসল কাজটি করুক। নারী উদ্যোক্তা বলতে নারী উদ্যোক্তাই হবেন। এতে নারীর ক্ষমাতায়ন হবে।
তিনি আরো বলেন, নীতিমালায় আছে ব্যাংকগুলোর মোট ঋণের ২০ ভাগ এসএমই করতে হবে। ব্যাংকগুলোর মোট প্রদেয় ঋণের মধ্যে ৩৫ ভাগ সাধারণ ব্যবসা, ৪০ ভাগ উৎপাদন শিল্পে এবং ২৫ ভাগ দিতে হবে সেবা খাতে।
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-ইল ইসলাম, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মুনিরুল মওলা এবং বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে গভর্নর ৪৪ জন এসএমই উদ্যোক্তার মাঝে ৩৮ কোটি ১ লাখ টাকার প্রকাশ্য ঋণ বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন