রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের বিশেষ চেম্বার জজ।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি ইমান আলী এই স্থগিতের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আগামি ২১ ডিসেম্বর নিয়মিত চেম্বার জজ আদালতে পুনরায় শুনানি হবে। ঐ শুনানি পর্যন্ত হাইকোর্টের জামিন স্থগিত থাকবে। গত ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আপন জুয়েলার্সের তিনজন মালিককে জামিন মন্জুর করে।
এই তিনজন মালিক হলেন বনানীর রেইনট্রি হোটেলে আলোচিত ধর্ষণ ঘটনার প্রধান আসামী সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।
শুল্ক গোয়েন্দা সুনির্দিষ্ট অভিযোগে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে প্রায় ১৫ মণ স্বর্ণ ও ডায়মন্ডের অলঙ্কার আটক করে।
এরপর চোরাচালান সূত্রে অবৈধ সম্পদ অর্জন করায় মানিলন্ডারিং অপরাধের অভিযোগে শুল্ক গোয়েন্দা তাদের বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি মামলা দায়ের করে।
শুল্ক ফাঁকির অভিযোগেও আরেকটি মামলা চলমান রয়েছে। অবৈধ সম্পদ অর্জন করায় দুদকও অনুসন্ধান করছে
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        