চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বলেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে সদ্য প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে হতাহতের এই ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে সাংবাদিকদেরি তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, কমিউনিটি সেন্টারের গেটটি ছোট হওয়ায় হুড়োহুড়ি করে অনেকেই এক সঙ্গে ভেতরে ঢুকছিলেন। এ সময় পড়ে গেলে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। তবে নিরাপত্তার কোনো কমতি ছিল না বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/আরাফাত