ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বদলের অভিযোগে তদন্ত কমিটি গঠন ও কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে গত সোমবার ছেলে বাচ্চার বদলে মেয়ে বাচ্চা দিলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি ওই ছেলে বাচ্চাটিকে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার বলেন, শিশু বদলের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের প্রধান সহকারী খলিলুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোয়ার হোসেন বলেন, কি কারণে বাচ্চা বদল হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা আছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে।
নবজাতকের অভিভাবক ও স্বজনরা জানায়, গত ১০ ডিসেম্বর বিকেলে লেবার ওয়ার্ডে সদর উপজেলার বাদে কলপা গ্রামের পাপিয়া আক্তার একটি ছেলে বাচ্চা প্রসব করেন। পরে বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে নবজাতক ও শিশু বিভাগে স্থানান্তর করা হয়। স্থানান্তরের পর ইনকিউবেটরে রেখে চিকিৎসা কার্যক্রম চলে। এরপর সোমবার বাচ্চাটিকে ছাড়পত্র নেয়ার সময় দেখা যায় ছেলে বাচ্চার পরিবর্তে একটি মেয়ে বাচ্চা দেয়া হয়েছে। এসময় অভিভাবক ও স্বজনরা অভিযোগ করে বাচ্চা ফেরত চান। পরে বাচ্চা না পেয়ে তারা ওয়ার্ডের সামনে বিক্ষোভ করেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা/মাহবুব