সদ্য প্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনার পর রীমা কমিউনিটি সেন্টারের সকল কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিউনিটি সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি এ কমিউনিটি সেন্টারে কেন এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ওই ঘটনায় সোমবার দিবাগত রাত ১১টার দিকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ঝন্টু দাসের ভাই অরুন দাস চকবাজার থানায় এ মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন চকবাজার থানার ওসি নুরুল হুদা।
এর আগে সোমবার মহিউদ্দিন চৌধুরীর কুলখানি খেতে গিয়ে রীমা কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে নামতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন প্রাণ হারান। এ সময় আরও অর্ধশত ব্যক্তি আহত হন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টায় ইন্তেকাল করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান